খুলনা: খুলনার রূপসা উপজেলায় সেলিম রেজা (৪০) নামের এক মাছ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সেলিম খুলনার চাঁদপুর ফিসের মালিক।
শনিবার দুপুর ৩টায় উপজেলার আমদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, দু’টি মোটরসাইকেলে ৪জন লোক দুপুরের দিকে আমদাবাদ এলাকায় আসেন। মোটরসাইকেলে সেলিমও ছিল। দুপুর ৩টার পর তারা রাস্তায় সেলিমের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা সেলিমকে জবাই করে হত্যা করেছে।”
তিনি জানান, বিকেল ৫টা পর্যন্ত মরদেহ ঘটনা স্থানে রয়েছে।
খুলনা সদর থানা সূত্রে জানা গেছে, নিহত সেলিমের বিরুদ্ধে দশের অধিক মামলা রয়েছে।
এদিকে সেলিমের হত্যার পর এলাকাবাসী রূপসা-বাগেরহাটের পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে।
০২, ২০১৩