নেত্রকোনায় হত্যা মামলায় ২ ছেলেসহ বাবার ফাঁসি

0
1009
Print Friendly, PDF & Email

নেত্রকোনার আটপাড়া উপজেলার  কৃষক সাইদুর রহমানকে (২৫) হত্যার দায়ে অভিযুক্ত দুই ছেলেসহ বাবার ফাঁসির রায় দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো আব্দুল হামিদের আদালত ।

বুধবার আদালত এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দিনের পুত্র  সাইদুর রহমান-এর সাথে মামলা সংক্রান্ত বিরোধ ছিল। এই কলহের জের ধরে ২৮ ফেব্রুয়ারি ২০০৫ রাতে একই গ্রামের আব্দুর রহিম ও তার দুই ছেলে কুপিয়ে হত্যা করে সাইদুরকে। ঘটনার পরদিন নিহত সাইদুর রহমানের পিতা ফয়েজ উদ্দিন বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।

৩১ মে পুলিশ চার্জশীট দাখিল করে। সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি আঃ রহিম কাচা আবু, তার দুই পুত্র মুখলেছ ও জুলহাসকে ফাঁসির রায় দিয়েছেন নেত্রকোণা জেলা ও অতিরিক্ত দায়রা জজ।

শেয়ার করুন