নেত্রকোনার আব্দুল কুদ্দুস হত্যা মামলায় দুই জনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন এবং ১৪ জনের ১০ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়েছে।
চারজনের যাবজ্জীবনের সাথে ৫০ হাজার টাকা এবং ১৪ জনের ১০ বছর করে কারাদ-ের সাথে ২০ হাজার টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ২০০১ সালের ১৯ ডিসেম্বর দূর্গাপুর চ-িপুরের মৌ এলাকায় আব্দুল কুদ্দুসকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
এ ঘটনায় ২২ ডিসেম্বর নিহতের ছেলে আব্দুল হাশিম বাদী হয়ে ২২ জনকে আসামি করে দূর্গাপুর থানায় মামলা করেন।
এ মামলায় ২০০২ সালের ১৬ মে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।