হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ কামাল মোশাহিদের (৩৬) মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা পৌনে ১১টায় ঢাকা-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে। নিহত মুর্শেদ কামাল মোশাহিদ হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এবং বুল্লা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। লাখাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ মোল্লা জানান, সকালে নিহত মোশাহিদ, লাখাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বামৈ ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম ও তিনি (তৌহিদ মোল্লা) শায়েস্তাগঞ্জ থেকে কালনি এক্সপ্রেসযোগে ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে ক্রসিং করতে গিয়ে কালনি ট্রেনটি হরষপুর রেলওয়ে স্টেশনে থামে। এ সময় মোর্শেদ কামাল মোশাহিদ স্টেশনের একটি দোকান থেকে পানি আনতে নিচে নামেন। রেল লাইন ক্রস করার সময় তিনি পারাবত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি নিহতের লাশটি উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) ওসমান গণি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।