বিয়ের ১৩ দিনের মাথায়যৌতুক না পেয়ে স্ত্রীকে তালাক

0
995
Print Friendly, PDF & Email

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় যৌতুক না পেয়ে স্ত্রীকে তালাক দিয়েছে যৌতুকলোভী স্বামী। চিঠির মাধ্যমে স্ত্রীকে তালাক দেয়ার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, উপজেলার খুরশিমূল গ্রামের আব্দুল কাদিরের কন্যা শাহানা আক্তারের সাথে জেলার আটপাড়া উপজেলার ইচাইল গ্রামের জানু মিয়ার পুত্র মাহবুব আলমের কয়েক বছর পূর্বে প্রণয় গড়ে উঠে। গত ১৮ জুন মাহবুব মোহনগঞ্জ এসে শাহানাকে বাড়ি থেকে খবর দিয়ে এনে স্থানীয় কাজী অফিসে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। বিয়ের পর মাহবুব শাহানাকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই যৌতুকের জন্য শাহানাকে শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়তই পাশবিক নির্যাতন চালাতো। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে শাহানা বাবার বাড়িতে চলে আসে। বাবার বাড়িতে চলে আসার পর গত ১ জুলাই শাহানা ডাকযোগে তালাকনামার চিঠি পায়। দরিদ্র পিতার ঘরে জন্ম নেয়া অসহায় শাহানা এখন কি করবে, কার কাছে যাবে- কিছুই বুঝে উঠতে পারছে না। সে শুধু যৌতুকলোভী স্বামী মাহবুবের বিচার চায়। বৃহস্পতিবার শাহানা বিষয়টি মোহনগঞ্জ উপজেলার নারী নির্যাতন প্রতিরোধ কমিটিকে জানিয়েছে।

শেয়ার করুন