তোফাজ্জল হোসেন হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনা জেলা আদালত।
বুধবার বেলা ১২টায় নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বাবুল (৩৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- বাবুলের বাবা আব্দুস সাহেদ, তার ছোট ভাই রতন (৩০) ও তাদের প্রতিবেশী ফারুক (৩৫)।
তাদের সকলের বাড়ি কেন্দুয়া উপজেলার সোহাগপুর পাড়া দেওলি গ্রামে।
উল্লেখ্য, ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি জমি ক্রয় নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে তোফাজ্জল হোসেন আহত হন। পরে তারাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।