হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

0
277
Print Friendly, PDF & Email

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফয়জুন্নেছা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জুন্নেছা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মৃত ছামির উদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে করে কুলাউড়া যাচ্ছিলেন ফয়জুন্নেছা। পথে শায়েস্তাগঞ্জ জংশনে থামলে ফয়জুন্নেছা ট্রেন থেকে নেমে প্লাটফর্মে যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/

শেয়ার করুন