নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের পেসকার হাটে গোলাম মাওলা সারেং (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ দুপুরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক মিজান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।