নেত্রকোনার কলমাকান্দা লেঙ্গুরা বাজার থেকে সাজ্জাদুর রহমান সাজু নামে বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
কলমাকান্দা থানার এস আই শরিফুল ইসলাম জানান, ঢাকার সেনানিবাসের একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাজ্জাদুর রহমান সাজু গোঁড়াগাঁও গ্রামের তসর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সৎভাই হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকালে কোর্টে চালান দেয়া হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি তদন্ত একে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।