৫ অটোরিকশা ভাঙচুর, আটক ৯

0
1000
Print Friendly, PDF & Email

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে নোয়াখালীতে ৫টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এরআগে পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে।

বুধবার বেলা ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার বাজারে অটোরিকশা স্ট্যান্ডে অর্তকিত হামালা চালায় একদল দুর্বৃত্ত। এসময় তারা স্ট্যান্ডে থেমে থাকা ৫টি সিএনজি চালিত অটোরিকশার সামনের কাঁচ ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পিকেটাররা পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বাংলামেইলকে জানান, কয়েকজন দুর্বৃত্ত বাজারে উঠে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, অবরোধ ও হরতালকে ঘিরে সব ধরনের সহিংসতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন ও বিভিন্ন সড়কে পুলিশের পাশা-পাশি বিজিবি টহলে রয়েছে।

শেয়ার করুন