নোয়াখালীতে ১৫টি গাড়ি ভাঙচুর

0
936
Print Friendly, PDF & Email

ছমিরমুন্সিরহাট ও সেবারহাট বাজারে অতর্কিতভাবে ট্রাক,পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাসহ ১৫টি গাড়ি ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে।
শনিবার বিকেল ৫টার দিকে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ইয়াসিন নামে স্থানীয় যুবদলের এক নেতাকে আটক করেছে।
এ ঘটনায় পুলিশের দাবি, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে ২০ দলের নেতাকর্মীরা মিছিল বের করে। একপর্যায়ে মিছিল থেকে নেতাকর্মীরা এলোপাতাড়ি হামলা চালিয়ে ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশাসহ ছয়টি গাড়ি ভাঙচুর করে।
প্রায় একই সময়ে, ফেনী-চৌমুহনী মহাসড়কের সেবারহাট বাজারে ২০ দলের মিছিল থেকে নেতাকর্মীরা মালবাহী ট্রাক ও অটোরিকশাসহ চারটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে সেনবাগ উপজেলা সদরে ২০ দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় যুবদলের এক নেতাকে আটক করে।
সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন