যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মেঘনা নদীর ভাঙ্গন দেখতে লক্ষ্মীপুর আসছেন।
শনিবার সকালে জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রী রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙ্গন পরিদর্শন করবেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ দিকে মন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় রাজনীতির বাইরে রামগতি ও কমলনগরের অনলাইন ব্যবহারকারী তরুণ ও যুবকদের সংগঠন ‘রামগতি-কমলনগর-অনলাইন-অ্যাক্টিভিস্ট-ফোরাম’ মেঘনার ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রামদয়াল বাজার ও আলেকজান্ডারে মানববন্ধন কর্মসূচি পালন করবে।