নাটোরের সিংড়ায় পিতা-মাতার ওপর অভিমান করে আরজু খাতুন যুথী (১৬) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে৷ নিহত আরজু উপজেলার হাতিয়ান্দহ ইউপির নলবাতা গ্রামের কৃষক আবুল হোসেনের মেয়ে৷
সিংড়া থানার উপ-পরিদর্শক ওসমান আলী জানান, নিহত যুথী ২০১১-১২ শিৰাবর্ষে হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পাশ করে৷ সম্প্রতি সে উচ্চ শিৰার জন্য নাটোর সদর এনএস সরকারী কলেজে পড়াশোনা ইচ্ছে ব্যক্ত করে৷ কিন্তু পিতা-মাতা নিষেধ করায় বুধবার রাত ২টায় তাদের ওপর অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করে৷
সিংড়া থানার ওসি ফয়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে একটি অপমৃতু্য মামলা হয়েছে৷