মাধবপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

0
977
Print Friendly, PDF & Email

গলায় ফাঁস লাগানো অবস্থায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের একটি বাঁশঝাড়ে আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়- আবুল কাশেম পাবনা জেলার সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শাহজিবাজার রাবার বাগানে চাকরির পাশাপাশি ডেসটিনি ২০০০ লিমিটেড এর সঙ্গে জড়িত ছিলেন। ডেসটিনির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি হতাশায় ভুগছিলেন। ইতোপূর্বে দুইবার তিনি হৃদরোগে আক্রান্ত হন।বুধবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন রিয়াজনগর গ্রামের একটি বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান।

পরে খবর পেয়ে বেলা ১১টায় মাধবপুর থানার উপ-পরিদর্শক (এস আই) বাদশা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন