নেত্রকোনার অন্তত চারটি উপজেলায় গতকাল রোববার রাতে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ উপড়ে গেছে। বিদ্যুত্-ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। গতকাল রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে এ ঘূর্ণিঝড় হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। কলমাকান্দায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে এক পরিবারেরই চারজন। নিহতরা ব্যক্তিরা হলো তিন ভাই সাগর (১০), রাসেল (৬) ও রানা (৪) এবং তাঁদের মা আফরোজা। অন্যজন নিহত হয়েছেন সদর উপজেলায়। তাঁর নাম ফজর আলী মুন্সি (৮০)।