শীর্ষস্থান ফিরে পেয়েছেন জিয়া

0
201
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা স্পোর্টস ডেস্ক :
নাগপুর গ্র্যান্ডমাস্টার দাবার দশম রাউন্ড শেষে সাড়ে আট পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দশম রাউন্ডে তিনি হারিয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার হিমাংশু শর্মাকে।
টুর্নামেন্টে অপর বাংলাদেশিদের মধ্যে সমান সাত পয়েন্ট করে সংগ্রহ করেছেন জিএম রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। অন্যদিকে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সংগ্রহ সাড়ে ছয় পয়েন্ট। এছাড়া দশ খেলায় এফএম তৈয়বুর রহমান ও এফএম দেবরাজ চ্যাটার্জির সংগ্রহ সমান ছয় পয়েন্ট।

নিউজরুম

শেয়ার করুন