শীর্ষেই থাকলেন সাকিব

0
386
Print Friendly, PDF & Email

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের পর মিরপুর টেস্টে আরও ভয়ঙ্কর রূপে নিজেদের মেলে ধরে টাইগাররা। ইনিংস ও ১৮৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বাংলাদেশ। অন্যভাবে বলা যায়, ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

তবে এতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের কোনো পরিবর্তন না হলেও অস্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে রেটিং ব্যবধান কমিয়ে ফেলেছে নবম স্থানে থাকা বাংলাদেশ। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন মাত্র ১। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭০, বাংলাদেশের ৬৯।
পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট হাতে ৮০ রান ও বল হাতে ৯২ রানে ৪ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের কারনে ১০ রেটিং পেয়েছেন সাকিব। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে ৪০৬ রেটিং নিয়ে শীর্ষেই ছিলেন সাকিব।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের অবস্থান :

১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪১৬
২. রবীন্দ্র জাদেজা (ভারত) ৪০০
৩. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৩৭০
৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৩৬৬
৫. বেন স্টোকস (ইংল্যান্ড) ৩৪২
৬. রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ৩৪২
৭. মঈন আলী (ইংল্যান্ড) ২৯২
৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৪৬
৯. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ২৩৯
১০. ক্রিস ওকস (ইংল্যান্ড) ২৩৮

বিডি প্রতিদিন/

শেয়ার করুন