নোয়াখালীর মাইজদী পৌরবাজারে পিকেটারের ইটের আঘাতে ঢাকার আগারগাঁও তাওহীদ ল্যাবরেটরি স্কুল শিক্ষিকা শামসুন নাহার নিহত হয়েছেন। এসময় তার স্বামী অামেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শাজাহান সিরাজও আহত হন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত স্কুল শিক্ষিকার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, ওই স্কুল শিক্ষিকা ঢাকা থেকে তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিলেন। নোয়াখালীর মাইজদী পৌরবাজারের পৌরকল্যাণ স্কুলের সামনে পিকেটারের ইটে ওই স্কুল শিক্ষিকা মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী আব্দুর মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন