বেগমগঞ্জে অপহরনের তিনদিন পর শিশু কে হত্যা

0
366
Print Friendly, PDF & Email

২ লক্ষ টাকার দাবীতে অপহরনের তিন দিন পর এক শিশুকে হত্যা করে তার লাশ পানিতে ফেলে দিয়েছে অপহরনকারীরা ।

ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামে।  

আজ বিকেলে একই গ্রামের পাশ্ববর্তী রতন মিয়ার বাড়ির পাশে পানিতে মোন্তাছিরের ভাসমান লাশ দেখে এলাকাবাসী বেগমগঞ্জ মডেল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে্তর নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে।

জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার নাজির পুর গ্রামের আমির হোসেনের পুত্র মোন্তাছির আহামেদ(৫) কে গত রবিবার বিকেলে অপহরণ করে নিয়ে যায় । পরে তার বাবার নম্বরে অপহরণ কারীরা ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। আমির হোসেন বিষয়টি পুলিশ কে অবহিত করে।

বেগমগঞ্জ মডেল থানার এস আই জিসান জানান ছেলেটির মৃত্যু দেহের আলামতে বুঝা যায় আরো ২/৩ দিন আগে সে মারা গেছে। কিন্তু অজ্ঞাত স্থান থেকে আজও বলা হয়েছে সে জিবিত আছে।

শেয়ার করুন