দ.আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

0
361
Print Friendly, PDF & Email

দক্ষিণ আফ্রিকার চৈটু ওলান্ডো এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আলী প্রকাশ রহমত উল্ল্যা (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
 
 রহমত উল্ল্যা নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড ঘোষবাগের মন্তাজ মিয়ার বাড়ির মোহাম্মদ আব্দুলের ছেলে।
 
দক্ষিণ আফ্রিকা থেকে নিহতের বন্ধু বাহার উদ্দিন ও নিহতের ভাই শহিদ উল্ল্যাহ জানান, বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটার দিকে ৩ জন সন্ত্রাসী রহমতের ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) আসে। ওই সময় রহমত তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করছিল। সন্ত্রাসীরা রহমতকে দোকান খোলার জন্য বললে তার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা প্রথমে রহমতের বুকে একটি ও পরে কিছু দূর গিয়ে তার পেটে আরো একটি গুলি করলে তিনি গুরুতর আহত হন।
 
পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বারা হাসপাতালে ভর্তি করলে রোববার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
রহমতের বন্ধু বাহার উদ্দিন আরো জানান, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি তারা দুই জন আফ্রিকা যান। আগামী ২/৩ মাসের মধ্যে বাংলাদেশে আসার জন্য রহমত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন।

শেয়ার করুন