রুপসীবাংলা, ঢাকা ৯ নভেম্বর : উগ্রপন্থিদের হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বসতি পরিদর্শনে কক্সবাজারের রামুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান থেকে রওয়ানা হন বিএনপি প্রধান। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাত যাপনের পর আগামীকাল সকালে রামুতে যাওয়ার কথা রয়েছে তার। <br>
সফরকালে তিনি রামু ও উখিয়াসহ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ অধ্যুষিত এলাকাগুলো পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজ-খবর নেবেন ও দলের পক্ষ থেকে সহমর্মিতা জানাবেন।ঢাকা থেকে দলের ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও সেলিমা রহমানসহ নেতা-কর্মীবাহী শতাধিক গাড়ির বহর যাচ্ছে খালেদা জিয়ার সঙ্গে।<br>
শনিবার সকাল দশটায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রামুর উদ্দেশে রওয়ানা হবেন খালেদা। প্রথমে তিনি চকরিয়ার ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দির ও বাড়ি-ঘর পরিদর্শন করবেন। চকরিয়া থেকে যাবেন উখিয়ায়।উল্লেখ্য, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর উখিয়ায় বৌদ্ধদের উপাসনালয় ও বাড়ি-ঘর পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।<br>
উখিয়ার পর রামু যাবেন খালেদা জিয়া। সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রামুতে স্থানীয় বিএনপি আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। চট্টগ্রাম ও কক্সবাজারের বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।রামুর সমাবেশ শেষে সড়ক পথে ওইদিনই কক্সবাজার সদরে যাবেন তিনি। সেখানে রাতযাপন করে পরদিন রোববার সকাল দশটায় ঢাকার পথে রওয়ানা হবেন খালেদা জিয়া।<br>
নিউজরুম