নন্দীগ্রামে ১৪দিনেও সন্ধান মিলেনি কিশোর লিটনের

0
282
Print Friendly, PDF & Email

নজরুল ইসলাম,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে ১৪দিনের সন্ধান মিলেনি কিশোর লিটনের। এঘটনায় তার মামা বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছে। জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের মামা বেলাল হোসেনের বাড়িতে ছোট থেকে বেড়ে উঠছিল। এমতাবস্থায় চলতি বছরের গত ২৫স্বেপ্টেম্বর দুপুরে মামার বাড়ি থেকে খেলার জন্য ভাঙ্গিনা লিটন(১২)বাহিরে আসে। এরপর আর কিশোর লিটন মামার বাড়ি ফিরে আসেনি। সে থেকে মা-মামাসহ তার আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। কোথাও না পেয়ে গত ৬ অক্টোবর মামা বেলাল হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে। আসলে কিশোর লিটন অপহ্নত না অন্য কিছু তা এখনো স্পষ্ট নয়। এনিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। এব্যাপারে খানা অফিসার ইনর্চাজ(ওসি)আমিনুর রহমান বলেন, এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তবে তাকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
প্রতিবেদক নজরুল ইসলাম,সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন