–
বগুড়ার শাজাহানপুরে মাদকসহ গ্রেফতারের পর থানায় এনে রাজিব রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সে উপজেলার পারতেখুর পূর্বপাড়ার গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার খরনা বাজারের একটি কম্পিউটার দোকানের সামনে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব কে গাজাসহ গ্রেফতার করেন থানার এসআই জাহাঙ্গীর আলম। গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়। পরে মধ্যরাতে মোটা অংকের টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, রাজিব দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগে অনেকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে এসআই জাহাঙ্গীর আলম টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, মাদক সেবন অবস্থায় রাজীবকে আটক করা হয়। পরবর্তী সময়ে তার স্বজনদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বিষয়টি তার জানা ছিল নেই। সকালে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।