রাদানাওয়াস্কা সেরেনা কারবার মারে বার্দিচ চতুর্থ রাউ

0
227
Print Friendly, PDF & Email

ইউএস ওপেন টেনিসের মহিলা এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই আগনিয়েস্কা রাদওয়ানাস্কা, সেরেনা উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কারবার। পুরুষ এককে শেষ ষোল নিশ্চিত করেছেন এন্ডি মারে ও টমাচ বার্দিচ। গত উইম্বলডনের ফাইনালে উঠেও শেষ পর্যন্ত সেরেনা উইলিয়ামসের কাছে হেরে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। ২০১১ ইউএস ওপেনে চতুর্থ রাউন্ড পর্যন্তই যেতে পেরেছিলেন রাদওয়ানাস্কা। এবার সেই ঠিকানাকে আরও দূরে নিয়ে যাওয়ার মিশনে নেমে ভালোই এগিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই পেঁৗছে গেছেন পরিচিত চতুর্থ রাউন্ডে। তৃতীয় রাউন্ডে রাদওয়ানাস্কা ৬-৩ ও ৭-৫ গেমে ৩০তম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচকে হারিয়েছে। শেষ ষোলর

লড়াইয়ে রাদওয়ানাস্কার মুখোমুখি হবেন ২০তম বাছাই ইতালির রর্বাতা ভিন্সির। সহজ জয় দিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। অবাছাই রাশিয়ার একাতারিনা মাকারোভাকে ৬-৪ ও ৬-০ গেমে হারিয়েছেন তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সেরেনা। পুরো ক্যারিয়ারে বছরের শেষ গ্র্যান্ডসস্ন্যামে ৬১টি জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সেরেনা। সহজ জয়ে ষষ্ঠ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবারও নাম লিখিয়েছেন শেষ ষোলতে। কারবার ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন বেলারুশের ওলগা গোভোর্তসোভাকে। শেষ ষোলতে কারবার লড়বেন দশম বাছাই ইতালির সারা ইরানির সঙ্গে। পুরুষ এককে চতুর্থ রাউন্ডের টিকিট পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে অলিম্পিকে স্বর্ণ জয় করা গ্রেট ব্রিটেনের এন্ডি মারেকে। প্রতিপক্ষ স্পেনের ফেলিচিয়ানো লোপেজ দারুণ চোখ ধাঁধানো লড়াই করেছেন মারের সঙ্গে। কিন্তু ৭-৬ , ৭-৬ , ৪-৬ ও ৭-৬ গেমে ম্যাচটি জিততে ৩ ঘণ্টা ৫৩ মিনিট সময় লেগেছে মারের। এনিয়ে হার্ড কোর্টে ২৫০ ম্যাচ জয়ের স্বাদ পান মারে। কোয়ার্টারের টিকিট পেতে মারে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন ১৫তম বাছাই কানাডার মিলোস রাওনিকের। আমেরিকার জেমস বেককে হারিয়ে গেল ২৪ বছরের মধ্যে প্রথম কানাডিয়ান হিসেবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নাম লিখিয়েচেন রাওনিক। চেক প্রজাতন্ত্রের টমাচ বার্দিচ যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির বিপক্ষে ৩ ঘণ্টা ১৬ মিনিট সময় ব্যয় করে ৬-৭ , ৬-৪, ৬-৩ ও ৬-২ গেমে জিতে চতুর্থ রাউন্ডে উঠেন। বাসস/এএফপি।

শেয়ার করুন