কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ২

0
1691
Print Friendly, PDF & Email

শুক্রবার ভোররাতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নায়েক আমিরুল ইসলাম (৩০) ও পুলিশ কনস্টেবল তুষার এমরান (২৫)।

কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বৃহস্পতিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় গেট থেকে মধুপুর বাজার পর্যন্ত ডিউটি করে ভোর সাড়ে ৪টায় ইঞ্জিনচালিত রিকশাভ্যানে ইবি ক্যাম্পাসে ফিরছিলেন তারা। এ সময় পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক কনস্টেবল আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, হতাহতরা পুলিশের খুলনার রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) এর সদস্য।

শেয়ার করুন