ওভারটেক করতে গিয়ে উল্টে গেল বাস, ব্যাংক কর্মকর্তা নিহত

0
1363
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে সাইদুর রহমান নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ওই বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমানের বাড়ি মাগুরায়। তিনি ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ জানান, সকালে সোহেলী ও হানিফ পরিবহনের দুটি যাত্রীবাহী বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিত্তিপাড়া বাজারের কাছে সোহেলী পরিবহনের বাসটি হানিফ পরিবহনের বাসকে ওভারটেক করার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

এ সময় স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে সাইদুর রহমানের লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই হাসপাতালে আহত ২৫ জনের চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শেয়ার করুন