কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

0
525
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি লাল বাহিনীর সদস্য।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে দুই র‍্যাব সদস্য।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ওই এলাকায় লাল বাহিনীর সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে —এমন খবর পেয়ে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন