শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ॥ আহত ১০

0
409
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
সকালে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উপজেলার দেবতলায় নাসির খা ও পান্না খা’র মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।
আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ দিন ধরেই আওয়ামী লীগের এ দুই গ্রুপের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়ে আসছে।

শেয়ার করুন