ঝিনাইদহ সদরে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে শিবির নেতা সাইফুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহলদল ঝিনাইদহ-মাগুরা সড়কে আড়ুয়াকান্দি নামক স্থানে পৌঁছালে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪/৫ টি হাতবোমা ছুড়ে মারে। পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধ শেষে শিবির নেতা-কর্মীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলের লাশ উদ্ধার করা হয়।
তবে, ১৬ জুলাই ছাত্রশিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত ৩ জুলাই ঝিনাইদহের নিজ বাসা থেকে শিবির নেতা সাইফুল ইসলামকে পুলিশ আটক করে। পরিবারের পক্ষ থেকে বার বার যোগাযোগ করা হলেও আটকের কথা পুলিশ স্বীকার করেনি বলে অভিযোগ করা হয়।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ৫টি বোমা ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় পুলিশের দুই কনষ্টেবল ফয়সাল হোসেন ও সুমন হোসেন আহত হয়েছে বলেও জানায় পুলিশ।
ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।