ঝিনাইদহে বিএনপির মিছিলে পুলিশের বাধা

0
881
Print Friendly, PDF & Email

ঝিনাইদহে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।

দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার সকাল ১১টার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কেপি বসু সড়ক থেকে শহরে প্রবেশের চেষ্টা করলে পোস্ট অফিস মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে। পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জান মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শয়ুর, থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আবুবক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাবিব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন, যুগ্ম- আহ্বায়ক আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, সাইফ মাহমুদ মামুন ও জেলা জিয়া পরিষদের আহ্বায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন