পাবনার ভাঙ্গুড়া সদর চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে র্যাব পরিচয়ে এক দল ডাকাত ২২ ভরি স্বর্ণ ও নগদ আট লাখ টাকা লুট করেছে। আজ শুক্রবার ভোর রাতে আলহাজ ফজলার রহমান ও আব্দুল আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা জানান, ডাকাতদের ছয়জন র্যাবের পোষাক পড়া ছিল। তাদের সবার হাতে হ্যান্ডক্যাপ ও আগ্নেয়াস্ত্র ছিল।
ভাঙ্গুড়া থানার ওসি আসাদুজ্জামান মুন্সী ও এস আই আব্দুল মান্নান ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা হয়েছে