পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আমিন উদ্দিন ওরফে আবদুল আমিনকে (২৬) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিন পাবনা পৌর সদরের দোহারপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে বাস টার্মিনাল এলাকায় আমিন উদ্দিনকে কে বা কারা কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা, কী কারণে আমিনকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আমিন পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।