পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0
715
Print Friendly, PDF & Email

পাবনার সুজানগর উপজেলার দুলাই এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি। পুলিশ বলছে, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। সেটি পিল্ল বিদ্যুৎ সমিতির মালপত্র নিয়ে যাচ্ছিল বলে তাঁদের ধারণা।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেনের ভাষ্য, ঢাকা থেকে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৩-৩৫১২) পাবনার দিকে যাচ্ছিল। দুলাই এলাকায় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সেটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন