রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৬ বন্দিকে মুক্তি

0
142
Print Friendly, PDF & Email

রাজশাহী বিভাগের আট কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৬ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে সকালে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার তৌহিদুল ইসলাম বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তৌহিদুল ইসলাম জানান, জেল কোডের ৫৬৯ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদের মুক্তি দেওয়া হয়। কারাগারে আটক বিশ বছর সাজা ভোগ করেছেন এমন বন্দি আসামিরা এর আওতায় পড়েছেন বলে জানান তিনি।

এর মধ্যে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামির সংখ্যাই বেশি। এছাড়া মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামিও রয়েছেন। রাজশাহী বিভাগের আট কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত এমন বন্দির সংখ্যা ৭৬ জন। এর মধ্যে কেবল রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৪৪ জন। যার ১৪ জন রাজশাহী জেলার এবং বাকি ৩০ জন অন্য জেলার।

কারা কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে বিশ বছর সাজা ভোগ করেছেন এমন বন্দিদের ক্ষমার জন্য সুপারিশ করে। এর মধ্যে বৃদ্ধ বন্দিও রয়েছেন। সব প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীসহ বিভাগের আট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানান সিনিয়র জেল সুপার।

শেয়ার করুন