আজও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে বেশ কয়েকটি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে মাইকের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল শরিকদের পাশাপাশি বিএনপির একাধিক নেতা ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পান। রাত সোয়া ৮টার দিকে ঘোষণা আসে, আজ আর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে না। আগামীকাল (আজ) রবিবার সকাল ১০টা থেকে ফের আসনসহ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/