‘নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র করছে জাতীয় ঐক্যফ্রন্ট’

0
200
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ নির্বাচনের মুডে রয়েছে। তারা এখন আন্দোলনের মুডে নেই। বিএনপি আন্দোলনের কথা বলে পরিস্থিতি অস্থিতিশীল করতে নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি জানান, নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, বিএনপি তাদের প্রধানমন্ত্রী ফেজ প্রদর্শন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রীকে ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোন নেতা নেই। অন্যদিকে, যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হচ্ছে।

বিডি প্রতিদিন/

শেয়ার করুন