বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নতুন করে দুই হাজার ছয়শ ৯০টি সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন দিয়েছে।
একইসংখ্যক পুরনো ফোর-স্ট্রোক থ্রি হুইলার মিশুক গাড়ি স্ক্র্যাপিংয়ে পাঠিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিআরটিএ পরিচালক এএম ফোর্সম্যান মো. মতিয়ার রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর কাজীপাড়ায় ঢাকা মহানগর মিশুক মালিক সমিতির ২১১/২ বাবুর গ্যারেজে ২৬৯০টি মিশুক গাড়ির স্ক্র্যাপিং প্রক্রিয়া শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক এএম ফোর্সম্যান মো. মতিয়ার রহমান, উপ-পরিচালক মো. নুরুল ইসলাম ও সহকারী পরিচালক বিমলেন্দু চাকমাসহ অন্যান্য বিআরটিএ কর্মকর্তারা।