গুলি-টিয়ারসেল, ককটেল বিস্পোরণ ও ইটপাটকেল নিক্ষেপে সারাদেশ রণক্ষেত্র

0
137
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক; আমাদের প্রতিবেদকদের পাঠানো খবরে জানা গেছে, দেশজুড়ে সংঘর্ষ সংঘাতে রূপ নিয়েছে

গুলিটিয়ারসেল, ককটেল বিস্পোরণ আর ইটপাটকেল নিক্ষেপে সারাদেশ যেন এক রণক্ষেত্রদেশের বিভিন্নস্থানে গণজাগরণ মঞ্চে আগুন দেয়া হয়েছেজুমার নামাযের পরপরইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধভাবে সারা দেশের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বেরকরলে সংঘর্ষ শুরু হয়তবে দেশের অনেক জায়গায় পুলিশ মিছিলকারীদের কোন বাধাদেয়নিপুলিশ-ইসলামপন্থী দলের সংঘর্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিহত হয়েছেনসিলেট, গাইবান্ধা এবং ঝিনাইদহে পুলিশের গুলিতে তিন জন নিহতহয়েছেনসংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ আহত হয়েছেন পাঁচ শতাধিককয়েকশবিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে
ফেনীতেবিক্ষোকারীরা শহীদ মিনার ভাঙচুর করেছেসিলেটে শহীদ মিনার ভাংচুরের চেষ্টাকরা হয়েছেএছাড়াও ট্রাস্ট ব্যাঙ্কে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের সমর্থকরাচট্টগ্রাম প্রেসক্লাব ও এটিএন বাংলায় হামলা চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা
এদিকে, বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধা, হামলা এবং হত্যার প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডেকেছে ইসলামপন্থী দলগুলোসোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিওঘোষণা করা হয়েছে
আজ রাজধানীতে সংঘর্ষ হয়েছে পল্টন, স্যভবন, কাটাবন, মিরপুর ও আনন্দবাজার এলাকায়ইসলামপন্থী দলগুলোর কর্মীরা বায়তুলমোকাররম জাতীয় মসজিদ থেকে জুমার নামায শেষে মিছিল বের করে শাহবাগের দিকেযেতে চাইলে সংষর্ষের সূত্রপাত হয়

এসময় পুলিশ গুলি বর্ষণ করেবিক্ষোভকারীরা ইটপাটকেল, ককটেল বিস্পোরণ করে জবাব দেয়কাটাবন মসজিদেরসামনেও পুলিশ গুলি করেকাওরান বাজার থেকেও ইসলামপন্থী দলের কর্মীরা একটিমিছিল নিয়ে শাহবাগের দিকে এগুনোর চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়ফাঁকাগুলিবর্ষণ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাজধানীছাড়াও দেশের বিভিন্নস্থান থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছেচট্টগ্রামেরআন্দরকিল্লা এলাকায় পুলিশের সঙ্গে মুসল্লীদের সংঘর্ষ হয়েছেপরে হাজারহাজার মুসল্লীর উপস্থিতিতে সমাবেশ হয়েছেসমাবেশ এবং বিক্ষোভে পুলিশ কোনবাধা দেয়নিরাজশাহীতে ইসলামী দলগুলোর সমর্থকরা গণজাগরণ মঞ্চে ভাঙচুরচালিয়েছেনসরকার সমর্থকরাও ইসলামী ব্যাংকে হামলা চালিয়েছেনখুলনা, সিলেট, ফেনী এবং বগুড়ায় গণজাগরণ মঞ্চে হামলা হয়েছে
সাভারেবিক্ষুদ্ধ মুসল্লিরা সড়ক অবরোধ করেছেনআল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম নিয়েকটূক্তিকারী ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রেরপ্রতিবাদে বিভিন্ন ইসলামপন্থী দলের আজকের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সকালথেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েবায়তুল মোকাররম এলাকাসহ বিভিন্ন মসজিদকে ঘিরেমোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যইসলামপন্থী দলগুলো যেন মিছিল বের করতে না পারে এ ব্যাপারে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়একে শাহবাগেরগণজাগরণ মঞ্চের বিরুদ্ধে দেয়া কর্মসূচি হিসেবে বিবেচনা করছে সরকারতবেসর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা আহমদ শফি ও অন্যান্য ইসলামী দলের ডাকা আজকেরবিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সরকারের ভেতরে-বাইরে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে

শুক্রবারবাদ জুমা দেশের বিভিন্ন স্থানে সমমনা ইসলামি দলগুলোর নেতৃত্বাধীনআন্দোলনকারীরা পুলিশ ও সাংবাদিকদের সাথে সংঘর্ষের পাশাপাশি গণ জাগরণ মঞ্চেহামলা ও ভাঙচুর করেছেএ রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে সংঘর্ষ চলছেআহত হয়েছে প্রায় সহস্রাধিক

 ২২ ফেব্রুয়ারী, ২০১৩

শেয়ার করুন