ফেসবুক ও গুগলের মধ্যে চলছে ঠাণ্ডা লড়াই

0
139
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক( ফেব্রুয়ারী): বিশ্বের সামাজিক সাইট ফেসবুক ও সার্চ ইঞ্জিন গুগলের মধ্যে চলছে ঠাণ্ডালড়াইবর্তমানে অনলাইন বিজ্ঞাপন বাজার দখলে গুগল ও ফেসবুকের মধ্যে তীব্রপ্রতিদ্বন্দ্বিতা চলছেসম্প্রতি ফেসবুক সার্চের নতুন সুবিধা গ্রাফ সার্চচালুর ঘোষণা দিয়েছেসার্চের ব্যবসায় বর্তমানে একচেটিয়া আধিপত্য করছেগুগলফেসবুক ও গুগলের আয়ের বেশির ভাগ অর্থই আসে বিজ্ঞাপন ব্যবসায় থেকেসম্প্রতি অ্যাপলের আইওএস৬ অপারেটিং সিস্টেমে ফেসবুক ব্যবহারের সুবিধা যোগকরা হয়েছেএ সম্পর্কে জাকারবার্গ জানান, এর ফলে ব্যবহারকারীরা নিরাপদেফেসবুক ব্যবহার করতে পারবেনদীর্ঘ দিন ধরে অ্যাপল আমাদের ভালো একটিঅংশীদার হিসেবে কাজ করছেগুগলের সাথে আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যাতেআমরা পরস্পরের সাথে কাজ করতে পারিঅন্য দিকে গুগলের প্রধান নির্বাহীল্যারি পেজ ফেসবুক সম্পর্কে একটু বিরক্ততিনি বলেন, ফেসবুকের সেবাগুলোভালো হলেও এগুলো ভালো কাজে লাগাতে পারছে না তারা

 

নিউজরুম

 

শেয়ার করুন