বাজারে বিশ্বের সবচেয়ে সস্তা টিভি

0
725
Print Friendly, PDF & Email

ভারতের বাজারে পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে সস্তা টেলিভিশন। দামে সস্তা হলেও এ টিভিতে আছে অনেক সুবিধা। চাইলেই টিভিটি কম্পিউটারের মনিটর হিসেবেও ব্যবহার করতে পারবেন।গত মঙ্গলবার নতুন এলসিটি টিভি লঞ্চ করেছে ভারতীয় কোম্পনি ডিটেল। মোবাইল ফোন তৈরিকারী এ প্রতিষ্ঠানটি এ বছরের শুরুর দিকে ইলেক্ট্রনিক্স পণ্য বাজারে এনেছে।

১৯ ইঞ্চির টিভিটি পাওয়াচ্ছে মাত্র ৩ হাজার ৯ শ ৯৯ রুপিতে। এছাড়াও টিভিতে আছে এইচডিএমআই পোর্ট ও ইউএসবি পোর্ট।

টিভিতে একটি ১৯ ইঞ্চি প্যানেল রয়েছে। রেসোলিউশান ১৩৬৬x৭৬৪ পিক্সেলস। টিভিতে এ প্লাস গ্রেড প্যানেল ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে সামনের দিকে মুখ করা দুটি ১২ ডাব্লিউ স্পিকার।

শেয়ার করুন