সাশ্রয়ী স্মার্টফোন আনছে চীনের হুয়াউয়ে

0
230
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক( ফেব্রুয়ারী): আফ্রিকার বিভিন্ন দেশে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভরসাশ্রয়ী স্মার্টফোন আনছে চীনের হুয়াউয়েএক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসিঅনলাইন
৫ ফেব্রুয়ারি উইন্ডোজনির্ভর সাশ্রয়ী স্মার্টফোন আফ্রিকার বাজারেআনার ঘোষণা দিয়েছে হুয়াউয়েএ স্মার্টফোনটিতে আফ্রিকা অঞ্চলের জন্যইবিশেষায়িত উইন্ডোজ অ্যাপ্লিকেশন থাকবে
স্মার্টফোনের পাশাপাশি কেনিয়াররিফট ভ্যালিতে সাশ্রয়ী ওয়্যারলেস ব্রডব্যান্ড সংযোগেরও পরিকল্পনা করেছেচীনের হুয়াউয়েএতে স্থানীয় বিভিন্ন উইন্ডোজ অ্যাপ্লিকেশন তৈরি করা যাবেপ্রকল্পে হুয়াউয়ের সহযোগী মাইক্রোসফট
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলেরমাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের পরিচালক গুস্তাভ ফুকস জানিয়েছেন, ‘আমাদেরলক্ষ্য হচ্ছে আফ্রিকার মানুষদের সাধ্যের নাগালে উইন্ডোজ ফোন এনে দেওয়া
প্রাথমিকভাবেমিশর, নাইজেরিয়া, কেনিয়া, আইভরি কোস্ট. অ্যাংগোলা. মরক্কো ও দক্ষিণআফ্রিকার বাজারে ছাড়া হবে উইন্ডোজ ফোনের সাশ্রয়ী সংস্করণ

 

নিউজরুম

 

শেয়ার করুন