ভিয়েতনামে উড়ুক্কু ব্যাঙের

0
193
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১১ জানুয়ারী):সম্প্রতি ভিয়েতনামে উড়ুক্কু ব্যাঙের নতুন একটি প্রজাতির সন্ধান মিলেছেউভচর প্রাণীদের নিয়ে জরিপ করার সময় অস্ট্রেলিয়া ও ভিয়েতনামের গবেষকেরা হো চি মিন শহরের কাছে এ ব্যাঙের সন্ধান পানহো চি মিন ভিয়েতনামের বৃহত্তম শহরখবর রয়টার্সের
গবেষকেরা হো চি মিন শহর থেকে ৯০ কিলোমিটার দূরের নিচু অঞ্চলে নতুন প্রজাতির এই উড়ুক্কু ব্যাঙের সন্ধান পান
গবেষক দলের প্রধান জোডি রাওলি এ প্রসঙ্গে বলেন,‘রাস্তার পাশে কাঠের গুঁড়ির ওপর প্রায় চার ইঞ্চি মাপের সবুজ একটি ব্যাঙ দেখতে পাইউড়ুক্কু ব্যাঙের এ প্রজাতিটির তথ্য আগে কারও কাছে ছিল নানতুন প্রজাতির ব্যাঙটির তথ্য পেতে এ অঞ্চলের পাহাড়, বনের বিভিন্ন তথ্য সংগ্রহ ও পরীক্ষা করে দেখতে হয়েছে
অস্ট্রেলিয়ান মিউজিয়ামের উভচর প্রাণী বিশেষজ্ঞ রাওলি বলেন, ‘নতুন প্রজাতির উড়ুক্কু ব্যাঙটির রং সবুজ তবে পেটের দিকটায় সাদাএটি ২০ ফুট ওপরে গাছে বাস করেতবে প্রজননের সময় বদ্ধ জলে সাময়িকভাবে নেমে আসেএ প্রজাতিটির নামকরণ করা হয়েছে হেলেনস ট্রি ফ্রগরাওলির মায়ের নাম হেলেনতাঁর মায়ের নামেই এ প্রজাতির উড়ুক্কু ব্যাঙের নামকরণ করেছেন তিনি

 

নিউজরুম

 

শেয়ার করুন