বিরোধীদলের হরতাল যৌক্তিক : এরশাদ

0
157
Print Friendly, PDF & Email

ঢাকা (৬জানুয়ারী) : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকার কারো সাথে আলাপ-আলোচনা ছাড়াই একতরফাভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জনজীবনে সঙ্কট ঘনিভূত হবে। এতে মানুষের সমস্যা আরো বাড়বে। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদল হরতাল আহ্বান করেছে। আমি মনে করি তাদের এই হরতাল যৌক্তিক।

তিনি সরকারের প্রতি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে এরশাদ এ সব কথা বলেন।
বিবৃতিতে এরশাদ আরো বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদল হরতাল আহ্বান করেছে। আমি মনে করি তাদের এই হরতাল যৌক্তিক। তবে জাতীয় পার্টি বরাবরই হরতালের মতো নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে। কারণ হরতাল মানেই জ্বালাও পোড়াও, বাস-গাড়ি ভাঙচুর, সংঘাত ও নৈরাজ্য। আশা করবো দেশের জনগণ এই হরতাল শান্তিপূর্ণভাবে পালন করবে। হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘাত-সহিংতার ঘটনা যাতে না ঘটে।

তিনি জনগণের দূর্ভোগের কথা বিবেচনায় এনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।

নিউজরুম

     
শেয়ার করুন