রুপসীবাংলা, আন্তর্জাতিক ডেস্ক (১১ নভেম্বর) : বিবিসি মহাপরিচালক জর্জ এন্টুইসেল পদত্যাগ করেছেন।১৯৮০ দশকের এক রাজনীতিককে যৌন নিপীড়নে জড়িয়ে নিউজনাইট অনুষ্ঠানে প্রতিবেদনপ্রকাশের জেরে শনিবার পদত্যাগ করেন তিনি।আন্তর্জাতিক সংবাদগুলোজানিয়েছে, এন্টুইসেল পদত্যাগের পর বিবিসির অডিও ও মিউজিক শাখার পরিচালক টিমডেভিকে মহাপরিচালকের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউ ব্রডকাস্টিং হাউজের বাইরে দেওয়া এক বিবৃতিতে এন্টুইসেল বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করাই হবে সম্মানের।’’ এর আগে নিউজনাইটের প্রতিবেদন প্রকাশ করা উচিত হয় নি বলে মন্তব্য করেন তিনি।বিবিসিতেপ্রযোজক ও প্রধান হিসেবে ২৩ বছরের কর্মজীবনের কথা উল্লেখ করে এন্টুইসেলবলেন, ‘‘ট্রাস্টি উত্তম ব্যক্তিকেই এ পদের জন্য বাছাই করেছে।”
২নভেম্বর সম্প্রচারিত ওই প্রতিবেদনে মার্গারেট থ্যাচারের শাসনামলেরকনজারভেটিভ পার্টির কোষাধ্যক্ষ টরি লর্ড ম্যাকআলপাইনের বিরুদ্ধে যৌননিপীড়নের অভিযোগ আনা হয়।গত ১৭ সেপ্টেম্বর বিবিসি মহাপরিচালকেরদায়িত্বে নিয়োগ পান এন্টুইসেল। এ পদত্যাগের মাধ্যমে বিবিসির ইতিহাসে সবচেয়েকম সময়ের মহাপরিচালক হিসেবে নাম লেখালেন এন্টুইসেল। মাত্র ৫৪ দিনমহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
এন্টুইসেলের পদত্যাগেরপ্রেক্ষিতে ব্রিটিশ সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মারিয়ামিলার বলেন, “এটি আফসোসের বিষয়, তবে সঠিক সিদ্ধান্ত। জাতীয় প্রতিষ্ঠানেবিশ্বাসযোগ্যতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ।”
নিউজরুম