রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম রতনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

0
166
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, রাজশাহী ২৪ অক্টোবর :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম রতনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার ২টার দিকে নগরীর আরডিএ মার্কেটের সামনে হামলা চালিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মাহবুব আলম রতন ঈদের কেনাকাটা করার জন্য আরডিএ মার্কেটে যান। এ সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাত যুবক তাঁকে ঘিরে ধরে উপর্যুপুরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
শিবির ক্যাডাররা তার উপর এ হামলা চালিয়েছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী দাবি করেছেন। রতন বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিবির অধ্যষিত বুধপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। শিবিরের ভয়ে বেশ কিছু দিন থেকে রতন নগরীর তালাইমারি এলাকায় বোনের বাসায় থাকতো।

নিউজরুম

শেয়ার করুন