আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করা ১২টি প্রতিনিধিদল পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রভাবশালী দেশটি, এর পাশাপাশি দেশীয়ভাবে হাজারো পর্যবেক্ষকদের জন্য অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছে।
৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিরোধীদের নানা শঙ্কা, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল না পাঠানো এবং ভোট বা এর ফলাফল নিয়ে কোনো মন্তব্য না করার ঘোষণা মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পর্যবেক্ষক পাঠানোর তথ্য এলো।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
দূতাবাসের রাজনীতিবিষয়ক কর্মকর্তা উইলিয়াম ময়েলার বলেছেন, তাঁর দেশ এক ডজন প্রতিনিধিদল পাঠাবে। প্রতিটি দলে দুজন করে পর্যবেক্ষক থাকবেন, যারা সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকার জোর গুরুত্বারোপ করবে আশা করে মার্কিন এই কর্মকর্তা বলেন, ‘আমরা একে স্বাগত জানাব এবং নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য আমরা অনুদান দেব, যারা একটা ইতিবাচক ফলাফল দেখার আশা করছে।’