সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

0
975
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জ জেলার কামারখন্দে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দিনগত রাত সোয়া দুইটার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার দূরে মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।

এ ব্যাপারে জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান আরটিভি অনলাইনকে জানান, সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের মালবাহী ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল।

ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন ছাড়ার পর প্রায় ৫০০ মিটার দূরে গেলে পেছন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর সাত ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন