বিমানবন্দর সড়কে তীব্র যানজট

0
556
Print Friendly, PDF & Email

টঙ্গীর ইজতেমা ময়দান এলাকায় তাবলিগ জামাতের দু’পক্ষের অবস্থানকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা, হাউজ বিল্ডিং, বিমানবন্দর, খিলক্ষেত এবং বিমানবন্দর সড়ক সংলগ্ন মিরপুর, কুড়িলসহ আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

জানা গেছে, শনিবার সকাল থেকেই আশকোনা এলাকায় অবস্থান নিয়েছেন তাবলিগ জামাতের একটি গ্রুপ। উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থান নিয়েছে আরেক পক্ষ। তারা সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডিএমপির উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার (এসি) জুলফিকার জুয়েল গণমাধ্যমকে জানান, তাবলিগ জামাতের উভয় পক্ষের মুরুব্বিদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন