বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ৪ অক্টোবর চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে জনসভা করার ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার সকাল ১১টায় নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বিএনপির এই জনসভা সফল করতে প্রশাসন সহযোগিতা করবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডা. শাহাদাত অভিযোগ করেন, অনেক ছোট দলও কর্মসূচি পালনে সহজেই অনুমতি পাচ্ছে। এমনকি তাদের নিরাপত্তা দিচ্ছে পুলিশ। অথচ বিএনপিকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু করতে সরকার কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে জানিয়েছেন। কিন্তু গায়েবি মামলা দিয়ে ১০ দিনে ১৫১ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এটাই কি তাদের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা?’
সবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমান সুযোগ দরকার— এমন মন্তব্য করে তিনি বিএনপির এই নেতা বলেন, ‘সরকারি দলের মন্ত্রী-এমপিরা বহর নিয়ে বিভিন্ন জেলায় নির্বাচনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আর আমাদের রাতের আধারে গ্রেফতার করে জেলে রাখছেন। হাইকোর্ট থেকে জামিন নিলেও পুলিশ গায়েবি মামলায় গ্রেফতার দেখিয়ে নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। এমনকি মামলা না থাকলেও ইয়াবা ও ধর্ষণ মামলায় পর্যন্ত ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে। ঢাকায় চকবাজার থানা বিএনপির এক নেতা মারা গেছেন ২০১৬ সালে। কিন্তু ২০১৮ সালে এসে সেই মৃত ব্যক্তির নামেও মামলা দেওয়া হয়েছে। নগর বিএনপির নেতাদের অফিস ও বাসাবাড়িতে তল্লাশির নামে ভাংচুর চালিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও পুলিশ খারাপ আচরণ করছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এমএ আজিজ, যুগ্ম সম্পাদক আনোয়ার লিপু প্রমুখ।