জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যতো বিপদই থাকুক তা কেটে যাবে। কর্মীরা আমার দুর্দিনে পাশে থেকে প্রমাণ করেছে সুদিন আসবেই। চলার পথ মসৃন হয়না। চলার পথ সমসময়ই বন্ধুর হয়। আজ এরশাদের ৮৫তম জন্মদিন উপলক্ষে গুলশানের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজ এই আয়োজন ও তোমাদের উপস্থিতি প্রমাণ করে তোমরা সংগঠিত রয়েছ। তোমরা বন্ধুর পথে আমার কাছে থেকে প্রমাণ করেছ সুদিন আসবেই। এর আগে সোয়া ১১টার দিকে কেক কেটে তিনি জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হওলাদার, এরশাদের ছোট বোন মেরিনা রহমানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।